কক্সবাজারের টেকনাফ উপকূলের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকরা।
অপহৃত জেলেরা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। অপর একজনের নাম এখনও জানা যায়নি। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে, যাতে দ্রুত তাদের ফেরত আনা যায়।”
অপহৃত নৌকার মালিক সোলতান আহমেদ জানান, ‘‘বৈরী আবহাওয়ার কারণে তার নৌকায় থাকা জেলেরা মাছ শিকার শেষে তীরে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।’’ তিনি বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ‘‘গত আট মাসে নাফ নদ ও পার্শ্ববর্তী এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বিজিবির সহায়তায় এর মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় মুক্ত করা হয়েছে।’’
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লেমশীখালী সমুদ্র তীর থেকে জহিরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, "শনিবার বিকালে লেমশীখালী ইদগাজী পাড়া মসজিদ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। পরে এলাকাবাসী তেলিয়াকাটা ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা জহিরুল ইসলাম (৬০) এর লাশ শনাক্ত করে পরিবারকে খবর দেয়। পরে স্ব...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লেমশীখালী সমুদ্র তীর থেকে জহিরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, "শনিবার বিকালে লেমশীখালী ইদগাজী পাড়া মসজিদ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। পরে এলাকাব...