২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংগঠিত গণ-অভ্যু্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আ’লীগ নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে। একই সাথে রাজনীতির মা, মিডিয়া ও স্যোশাল মিডিয়া থেকে রাতারাতি একেবারেই হাওয়া হয়ে যান জীবনে প্রথমবারের মত নির্বাচিত হওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
কিন্তু এক বছর পর হঠাৎ করে আবার রাজনীতির মাঠে উদয় হল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। ২৩ আগস্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে তাকে দেখা যায়। ছবিতে আরও দেখা যায় গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদসহ আরো অনেককে।খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক ভোজসভায় যোগ দিতে তিনি সেখানে আসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের এ ছবি ছড়িয়ে পড়লে নানান আলোচনা-সমালোচনার ঝড় উঠে। মেজর ইব্রাহিমকে স্বৈরাচারের দালাল আখ্যা দিয়ে গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সর্বশেষ অবৈধ নির্বাচনে অংশ নিয়ে মেজর ইব্রাহিম জাতির সাথে গাদ্দারি করেছে বলে নেটিজেনরা দাবি করেন ।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিএনপির সাথে দীর্ঘ দিন জোটবদ্ধ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকলেও সবাইকে অবাক করে নভেম্বর ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার ২৭ মিনিটের এক ফোনালাপ ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য ইবরাহিমকে নানাভাবে অনুরোধ করেন তারেক রহমান। বিপরীতে অনুরোধ রাখবেন কি রাখবেন না, তা পরিষ্কার না করলেও নিজের মূল্যায়ন হয়নি বলে অভিযোগ করেন ইবরাহিম।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বিশ্বাসঘাতক ও বেইমান আখ্যা দিয়ে ১২–দলীয় জোটের শীর্ষ নেতারা জোট থেকে তাকে বহিষ্কার করেন। অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে তিনি দেশ, দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করেছেন। দেশের এই দুঃসময়ে জনগণের সঙ্গে তাঁর বেইমানি একজন মীর জাফর ও বিশ্বাসঘাতকের কাজ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে বলে তখন ১২ দলীয় জোটের নেতারা মন্তব্য করেন।
শেষমেশ তিনি বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ নিয়ে রাজনৈতিক জোট 'যুক্তফ্রন্ট' গঠন করেন এবং নিজেই এই ফ্রন্টের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেন।
৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত ডামি নির্বাচনে মুহাম্মদ ইবরাহিম কক্সবাজার-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হোন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমকে বলেন, "প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতন।"
২০২৪ সালে ছাত্র-জনতার ৩৬ দিনের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ও আওয়ামি লীগের নেতারা ভারতে পালিয়ে গেলে মেজর ইব্রাহিমের হদিস আর পাওয়া যায়নি।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ২৪ এর নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে গ্রেফতারের জন্য ১৪ আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।
হঠাৎ আবার রাজনীতির মাঠে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমকে সক্রিয় হতে দেখে রাজনীতি সচেতনরা নানান মন্তব্য করছেন। অনেকেই জানতে চেয়েছেন আবার কার ছত্রছায়ায় রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন ইব্রাহিম। কেউ কেউ ধারণা করছেন, কোন বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় সম্ভবত রাজনীতির মাঠে ফিরছেন মেজর জেনারেল (অব:) ইব্রাহীম। অনলাইন ও অফলাইন সবখানেই আলোচনার কেন্দ্রে এখন সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
সিটিজি পোস্ট/ জেউ
২৪ আগস্ট, ২০২৫
জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার (২৪ আগস্ট) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, " জুলাই গণঅভ্যুত্থানে ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার (২৪ আগস্ট...