প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু পর্বত জয়
পর্বতারোহণ এমন এক দুঃসাহসিক স্পোর্টস, যেখানে প্রকৃতির কঠিনতম চ্যালেঞ্জকে মোকাবিলা করে মানুষ ছুঁতে চায় আকাশ। পৃথিবীর বুক জুড়ে ১৪টি পর্বতশৃঙ্গ রয়েছে যাদের উচ্চতা আট হাজার মিটারেরও বেশি। এই উচ্চতায় বাতাস এতই পাতলা হয়ে আসে যে, ভূপৃষ্ঠের তুলনায় অক্সিজেনের মাত্রা নেমে যায় এক-তৃতীয়াংশে। যেখানে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ, সেখানে মানবদেহ সচল রাখা প্রায় অসম্ভব বলেই পর্বতারোহীরা সাধারণত কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেন।
এমন বাস্তবতায় বাংলাদেশের পর্বতারোহণ জগতে সৃষ্টি হলো এক নতুন রেকর্ড। চট্টগ্রাম-এর সন্তান পর্বতারোহী ডা. বাবর আলী গড়েছেন এক অবিশ্বাস্য ইতিহাস। দেশের প্রথম ব্যক্তি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই সফলভাবে আরোহণ করলেন আট হাজার মিটারের শিখর ‘মানাসলু’।
বাবরের মানাসলু জয়: এক দুঃসাহসী পদক্ষেপ
গত ২৬ সেপ্টেম্বর ভোরে বাবর আলী স্পর্শ করেছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু-র (২৬,৭৮১ ফুট বা ৮,১৬৩ মিটার) চূড়া। এটি বাবরের চতুর্থ আটহাজারি শৃঙ্গে সফলতা। তবে এবারের আরোহণকে 'অনন্য মাত্রা' দিয়েছে অক্সিজেনবিহীন এই চ্যালেঞ্জ।
বাবর আলী এর আগে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে এবং দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ আরোহণ করেন। কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন ছিল কৃত্রিম অক্সিজেন ছাড়া আটহাজারি শিখর আরোহণের, যা এবার সত্যি হলো মানাসলু জয়ের মাধ্যমে।
বাবর আলী তাঁর স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভেতো আর ঘরকুনো হিসেবে বাঙালির দুর্নাম বহুদিনের। আমি আশা করব, আমার পরের পর্বতারোহীরা আরও নতুন সব আইডিয়া নিয়ে পর্বতে যাবে। প্রতিটা পর্বত চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে এই মাটির কেউ দাঁড়ালে, দেশটাও তাঁর সাথে কিছুটা হলেও উপরে ওঠে বলে আমি বিশ্বাস করি।’
প্রথম অভিযানেই সফল তানভীর
বাবর আলী ছাড়াও একইদিনে মানাসলুর শিখরে আরোহণ করে সফলতার মুখ দেখেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি ছিল তাঁর প্রথম আটহাজারি শিখর অভিযান, আর প্রথমবারেই তিনি ছুঁয়েছেন সাফল্যের চূড়া।
তানভীর আহমেদ পর্বতারোহণের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, কেবল দেশে ক্লাবের সদস্যদের সাহায্যে প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন আর ইচ্ছাশক্তির জোরে এই সাফল্য অর্জন করেছেন।
তিনি জানান, ‘আট হাজার মিটারের পাতলা বাতাসের রাজ্যে নিশ্বাস নেওয়াটাই ছিল আমার কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। সেটাতে যেহেতু উতরে গেছি, ভবিষ্যতে আমি চোখ রাখছি অন্যান্য উঁচু পর্বতগুলোর দিকে।’
পর্বতের চূড়ায় লাল-সবুজ, অভিযানের নেপথ্যে
পর্বতারোহী এই দুজন ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর ব্যানারে এই দুঃসাহসিক অভিযানে অংশ নেন। ক্লাবের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফরহান জামান-এর তত্ত্বাবধানে অভিযানটির শিরোনাম ছিল ‘মানাসলু অ্যাসেন্ট : ভার্টিক্যাল ডুয়ো’। তানভীর আহমেদ ভার্টিক্যাল ড্রিমার্স-এর মাউন্টেনিয়ারিং বিষয়ক সম্পাদক এবং বাবর আলী ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযানে আরও পৃষ্ঠপোষকতা করেন গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স এসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসভা।
এই দু'জনের সাফল্যকে ‘জাতি হিসেবে বিশাল গর্বের' বলে উল্লেখ করে ভার্টিক্যাল ড্রিমার্স-এর পাবলিক রিলেশন্স সেক্রেটারি আশরাফুল আরেফীন আসিফ বলেন, ‘নেপালের মানসিরি হিমাল রেঞ্জে অবস্থিত বিশ্বের অষ্টম শীর্ষ পর্বত মানাসলুতে আমাদের দুই পর্বতারোহী বাবর এবং তানভীরের সৌজন্যে একই দিনে দুইবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা।’
চূড়ান্ত আরোহণের পথে বাবর-তানভীর
৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালে পৌঁছানোর পর প্রস্তুতিমূলক কাজ শেষে তাঁরা তিলচে গ্রাম থেকে পাঁচ দিন হেঁটে বেসক্যাম্পে পৌঁছান। দীর্ঘ প্রস্তুতির পর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় চূড়ান্ত পর্ব। টানা কয়েকদিনের আরোহণ শেষে, তানভীর এবং বাবর দু'জনেই ২৫ সেপ্টেম্বর দুপুর নাগাদ পৌঁছে যান ক্যাম্প-৪ এ (৭৪০০ মিটার)। বাকিবেলা বিশ্রামের পর রাত নামতেই শুরু হয় তাঁদের আরাধ্য চূড়ার দিকে যাত্রা, আর ২৬ অক্টোবর ভোরেই তাঁরা পৌঁছে যান পর্বত শীর্ষে।
ইতিহাস গড়া কে এই বাবর আলী?
ডা. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচে এমবিবিএস পাশ করা এবং চট্টগ্রাম-এর হাটহাজারী উপজেলার সন্তান। এর আগে ২০২৪ সালের ১৯ মে বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। তার আগে মুসা ইব্রাহীম, আবদুল মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন এবং খালেদ হোসেন এভারেস্ট জয় করেছিলেন (যার মধ্যে খালেদ হোসেন ফেরার পথে প্রাণ হারান)। তবে কৃত্রিম অক্সিজেন ছাড়া ৮ হাজারি জয় এবারই প্রথম।
অন্যদিকে তানভীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র ছাত্র ছিলেন এবং বর্তমানে 'ভিএফ এশিয়া বাংলাদেশ'-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদরের নিবাসী।
সংবাদ সম্মেলন ও ভবিষ্যৎ লক্ষ্য
সফল অভিযান শেষে শনিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে 'মানাসলু অ্যাসেন্ট : ভার্টিক্যাল ডুয়ো' অভিযান পরবর্তী সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান 'সামুদা' এর চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস দেশের তরুণ অ্যাথলেটদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ভার্টিক্যাল ড্রিমার্স-এর পাবলিক রিলেশন্স সেক্রেটারি আশরাফুল আরেফীন আসিফ।
বাবর আলী ভবিষ্যতে ১৪টি আটহাজারি শৃঙ্গের সবগুলোতেই আরোহণ করতে চান। তিনি বলেন, ‘সবেমাত্র ৪টি হলো, বাকি আছে আরও ১০টি। আশা করি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে লাল-সবুজ পতাকা হাতে বাকি ১০টি পর্বতের চূড়ায়ও আমি দাঁড়াতে পারব।’
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজিবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ৩৩ টি ইশত...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধ...