ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।
বিহারের বিশেষ তদন্ত রিপোর্ট (এসআইআর) ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী ইন্ডিয়া জোট এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেয়। সকাল সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে মিছিল শুরু হয়।
মিছিলে রাহুল–প্রিয়াঙ্কা ছাড়াও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী সাংসদরা অংশ নেন।
দিল্লি পুলিশ জানায়, এ মিছিলের জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। দুপুর পৌনে একটার দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটকের খবর প্রকাশ করে।
বিহারে নতুন করে ভোটার তালিকা তৈরি ও ভোটার হওয়ার যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া শর্ত নিয়ে কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের তীব্র আপত্তি রয়েছে। কমিশন জানিয়েছে, আগে ভোট দেওয়ার জন্য আধার কার্ড বা ভোটার কার্ড যথেষ্ট হলেও এখন ভোটারদের ১১ ধরনের প্রমাণপত্রের যেকোনো একটি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে জন্মসনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ বা সরকারি শিক্ষা সনদ।
সিটিজি পোস্ট/ এসএইচএস