সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড কিছুটা কমলেও অপহরণ, ইয়াবা পাচার ও সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটাচ্ছে ক্যাম্পের রোহিঙ্গারা। প্রভাব পড়ছে স্থানীয় জনজীবনেও।
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ক্যাম্পগুলোতে অন্তত ২৫০টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮টি হত্যা, ১৫০টি মাদক, ৫০টি অপহরণ ও ১২টি ধর্ষণ মামলা। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২৮৭টি মামলা হয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে অন্তত ১০টি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে ক্যাম্পে। এর মধ্যে কুখ্যাত আবদুল হাকিম বাহিনী সবচেয়ে বেশি তৎপর।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমনে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে টাস্কফোর্স।
ইউএনএইচসিআর ও আরআরআরসি কার্যালয়ের হিসাব অনুযায়ী, উখিয়া,টেকনাফের ৩৩টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। তবে গত দেড় বছরে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করায় সামাজিক ও অর্থনৈতিক চাপ বহুগুণে বেড়েছে বাংলাদেশে।
১৪ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর থানায় মৃত্যুর ঘটনায় সাবেক ওসি শফিকুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ সংক্রান্ত আদেশ দেন। পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে মামলা রুজু করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দ...
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর থানায় মৃত্যুর ঘটনায় সাবেক ওসি শফিকুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ সংক্রান্ত...