শিক্ষকতার পাশাপাশি কৃষি উদ্যোগ নিয়ে সফলতা পেয়েছেন কুতুবদিয়া উপজেলার উত্তর লেমশীখালীর আনু মিয়াজির পাড়ার বাসিন্দা আনছারুল। তিনি কক্সবাজার আল-ইতকান মহিলা মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি শখের বশে শুরু করে ড্রাগন ফল চাষ। এখন তার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ড্রাগন ফল।
কয়েক বছর আগে ইউটিউবে ড্রাগন ফল চাষের ভিডিও দেখার পর তার মনে কৌতূহল জাগে। ২০২১ সালে ছোট্ট এক টুকরো জমিতে ১৮টি চারা রোপণ করে তিনি পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন।
আজ সেই ১৮টি চারা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫০ গাছে। প্রায় ৩০ শতক জমিতে গড়ে উঠেছে সবুজে মোড়া ড্রাগনের বাগান। বাগানে থাই ওয়ান পিংক, জিয়াং পিংক, ভিয়েতনামি সুইট হোয়াইটসহ দেশি-বিদেশি নানা জাতের ড্রাগন ফল আছে। ভালো গুণমানের কারণে ক্রেতারা অনলাইন অর্ডার অথবা সরাসরি বাগান থেকে ফল সংগ্রহ করেন।
আনছারুল করিম বলেন, “প্রথমে শখের জন্য শুরু করেছিলাম। অল্প ফলন পেয়ে উৎসাহ পাই। ড্রাগন চাষে বেশি খরচ নেই, কীটনাশকও প্রযোজ্য হয় না। যত্নই মূলধন।”
তিনি আরও জানান, শুরুতে পাশে কেউ না থাকলেও পরে পরিবারের সমর্থন পেয়েই সাহসী হয়েছেন। ভবিষ্যতে কৃষি বিভাগের সহায়তায় আরও বড় পরিসরে আধুনিক বাগান করার ইচ্ছা আছে। তার বিশ্বাস, এলাকার তরুণরাও চাইলে ড্রাগন চাষে উদ্যোগ নিতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ বলেন, “ড্রাগন ফল অর্থনৈতিকভাবে লাভজনক এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ। কুতুবদিয়ায় এখনো চাষ কম হলেও সম্ভাবনা অনেক। উদ্যোক্তারা এগিয়ে এলে আমরা সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা দেব।”
সিটিজিপোস্ট/জেউ
১৫ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড কিছুটা কমলেও অপহরণ, ইয়াবা পাচার ও সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটাচ্ছে ক্যাম্পের রোহিঙ্গারা। প্রভাব পড়ছে স্থানীয় জনজীবনেও।২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ক্যাম্পগুলোতে অন্তত ২৫০টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮টি হত্যা, ১৫০টি মাদক, ৫০টি অপহরণ ও ১২টি ধর্ষণ মামলা। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় ম...
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড কিছুটা কমলেও অপহরণ, ইয়াবা পাচার ও সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটাচ্ছে ক্যাম্পের রোহিঙ্গারা। প্রভাব পড়ছে স্থানীয় জনজীবনেও।২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ক্যাম্পগুলোতে অন্তত ২৫০টি মামলা হয়েছে। এর মধ্যে ১...