নিজ হাতে গড়া দল বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার নির্বাচন কমিশনের (ইসি) দলীয় নিবন্ধন থেকেও বাদ পড়তে যাচ্ছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)।
সোমবার (১ সেপ্টেম্বর) কল্যাণ পার্টির নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ ইসির সচিবকে চিঠি দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। এর পরপরই নতুন নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন মো. শামসুদ্দিন পারভেজ এবং ভারপ্রাপ্ত মহাসচিব হন মুহাম্মদ আবু হানিফ। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে তাদের পূর্ণাঙ্গভাবে নির্বাচিত করা হয়।
আগে দলের কেন্দ্রীয় কার্যালয় ছিল মহাখালীর নিউ ডিওএইচএসে এবং মহানগর কার্যালয় নয়াপল্টনে। বর্তমানে তা স্থানান্তর করে মতিঝিল থানার ফকিরেরপুলের কমিশনার গলির ২৬৬/১ নম্বর ভবনে করা হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে পরিবর্তিত দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিবের নাম ইসিকে জানানো বাধ্যতামূলক। এ কারণে নতুন কমিটির পক্ষ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নাম বাদ দিয়ে বর্তমান নেতৃত্বকে নিবন্ধনে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বাংলাদেশ কল্যাণ পার্টি গঠন করেন। ২০০৮ সালে দলটি ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার টানেল সড়ক চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশস্থল থেকে মিছিল বের হয়ে চাতরী চৌমুহনী বাজারে শেষ হয়। সমাবেশে ইসলামী আ...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার টানেল সড়ক চত্বরে গণসমাব...