দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান।
জাকসু ও হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার আগ মূহুর্তে ভোট গণনা স্থগিত ঘোষণা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা নানা স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
জানা গেছে, ভোট গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি বৈঠক চলছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, আজকের লোকবল দিয়ে বিকেল নাগাদ হলভিত্তিক ভোট গণনার হিসাব শেষ করার কথা ছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও হঠাৎ জরুরি বৈঠকের কারণে গণনা বন্ধ রাখা হয়েছে।
এখন পর্যন্ত ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকী আছি আরও দুটি হল। এর আগে ওএমআর এর পরিবর্তে হাতে ভোট গণনা করার কারণে ভোট গণনায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী।
সিটিজিপোস্ট/ জেউ
১৩ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মনোনয়ন পত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে পূর্ণ আমেজ। আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন পত্র নিতে পারবেন প্রার্থীরা। এর আগে ২৮ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (১৩ সেপ্টেম্বর) রাতের মধ্যে অথবা কাল সকা...
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মনোনয়ন পত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে পূর্ণ আমেজ। আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন পত্র নিতে পারবেন প্রার্থীরা। এর আগ...