রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সবকটি জলকপাট। সোমবার (৫ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে জলকপাটগুলো খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। এর মাধ্যমে প্রতিনিয়ত প্রায় ৩২ হাজার কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। সবমিলিয়ে জলকপাট ও ইউনিটের মাধ্যমে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরিত হচ্ছে। কর্ণফুলী নদীর এই পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশছে।
এর আগে, সোমবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানির চাপ বৃদ্ধির কারণে যেকোনো সময় জলকপাট খুলে দেওয়া হতে পারে। সেইসঙ্গে কর্ণফুলী নদী তীরবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...