সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের পুঁজিবাজারে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়ার পর বেক্সিমকো গ্রুপের দুই তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারদরে পতন ঘটেছে।
বুধবার(৩০ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্ড ইস্যুতে অনিয়মের কারণে বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আইএফআইসি আমার বন্ডের মাধ্যমে ১ হাজার কোটি টাকা সংগ্রহে অনিয়মের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। উল্লেখ্য, বন্ডটি বেক্সিমকোর কোম্পানি শ্রীপুর টাউনশিপ ইস্যু করলেও তাতে আইএফআইসি ব্যাংকের নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয় বলে জানিয়েছে কমিশন।
বন্ডটি ইস্যুর সময় সালমান ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান এবং তার ছেলে শায়ান ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই অনিয়মের দায়ে বিএসইসি তাদের যথাক্রমে ১০০ কোটি ও ৫০ কোটি টাকা জরিমানা করেছে। ঘটনাটিকে 'আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড'-সংক্রান্ত বিনিয়োগকারী প্রতারণার অন্যতম গুরুতর ঘটনা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
এছাড়া শরিয়াহভিত্তিক বন্ড 'বেক্সিমকো গ্রিন সুকুক'-এর মাধ্যমে ৩ জাকার কোটি টাকা সংগ্রহের ক্ষেত্রেও আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে বিএসইসি।
নিষেধাজ্ঞার ঘোষণার পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর ৫.১১ শতাংশ কমে ১১৩.২০ টাকায় নেমে আসে। শাইনপুকুর সিরামিকসের শেয়ারে দরপতনের হার ছিল ২.৯০ শতাংশ, দর দাঁড়ায় ২০.১০ টাকা। তবে ফ্লোর প্রাইসের কারণে পতন এড়ায় বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), যার শেয়ারদর অপরিবর্তিত থেকে ১১০.১০ টাকায় স্থির থাকে।
উল্লেখ্য, সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিটিজিপোস্ট/এমএইচডি