চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেসবুক লাইভে এসে নিজের পাওনাদারদের কাছে ক্ষমা চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস (২৭) নামে এক যুবক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।
নিহত মিঠুন দাস রাজশাহীর চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের ছেলে।
আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তিনি বলেন, ডিসেম্বর থেকে আর্থিক বিপদে আছেন, কোম্পানির প্রায় তিন লাখ টাকা হারিয়েছেন। তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না বলে জানান তিনি। একই সঙ্গে সরকারের কাছে পরিবারের ঋণমুক্তির আবেদন করেন এবং পাওনাদারদের পরিবারের ওপর চাপ না দেওয়ার অনুরোধ জানান। লাইভে স্ত্রী বিউটির জন্যও শেষবারের মতো শুভকামনা রেখে যান।
লাইভ চলাকালে অনেকে তাকে আত্মহত্যা থেকে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মৌলভীপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় জানা যায়। পরে তার ফেসবুক লাইভ থেকে ঘটনার পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।