চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলায় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রকাশ বুইন্যা (৫০)। তিনি দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ মেম্বারের পুত্র এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হন একই এলাকার মামুন (২৪)। পরে শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব আলীকে ৪নং আসামি হিসেবে উল্লেখ করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “মামুন হত্যা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।" তিনি আরও বলেন, "অপরাধীর কোনো দল নেই।অপরাধ করে কেউ পার পাবে না।”
সিটিজিপোস্ট/ এসএইচএস
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে এ পরিদর্শন করা হয়।এ সময...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয...