চট্টগ্রামসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপ ও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সতর্ক বার্তায় জানানো হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সাথে থাকতে পারে বৃষ্টি ও বজ্রসহবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ভারি বৃষ্টিপাত নিয়ে জারি করা আরও একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, ভারি বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে।
চট্টগ্রামসহ উপকূলীয় এলাকার পরিস্থিতি আরও স্পষ্ট করে তুলে ধরেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
একই সময়ে বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলাতেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
সামগ্রিকভাবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবারের চেয়ে ২ শতাংশ কমেছে৷ ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শ...
১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
৯ জুলাই, ২০২৫
৯ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।ব...