টানা তিন-চার দিনের প্রবল বর্ষণে কক্সবাজারের টেকনাফে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বিপদ মোকাবেলায় শনিবার (৫ জুলাই) থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি এলাকায় মাইকিং করছে সিপিপির স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি টানা বৃষ্টির কারণে হ্নীলা, সদর ইউনিয়ন ও শাহপরীর দ্বীপের প্রায় হাজার খানেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
টেকনাফ পুরান পল্লানপাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, “ঘর পানিতে ডুবে গেছে। পরিবারে ১২ জন সদস্য নিয়ে কষ্টে আছি। না ঘুমাতে পারছি, না রান্না করতে পারছি। কেউ আমাদের খবরও নিচ্ছে না।”
টেকনাফ দক্ষিণ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের তথ্যমতে, উপজেলার ঝুঁকিপূর্ণ ২০টি পাহাড় ও ১১টি টিলায় প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করছে, যার বেশিরভাগই অবৈধভাবে। এদের মধ্যে রোহিঙ্গা বাস্তুচ্যুত নাগরিকও রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে ফকিরা মোরা, ধুমপেরাং ঘোনা, বৈদ্যরঘোনা, শিয়াইল্যা ঘোনা, নাইট্যংপাড়া, মরিচ্যাগুনা, মিনাবাজার, শামলাপুরসহ আরও অনেক জায়গা।
নাইট্যংপাড়ার বাসিন্দা দিল আহমেদ বলেন, “কোথায় যাব, বুঝতে পারছি না। পরিবারের সবাই ভয়ে আছে। যেভাবে বৃষ্টি হচ্ছে, পাহাড় যেকোনো সময় ধসে পড়তে পারে।”
শাহপরীর দ্বীপের মাঝারপাড়া, হাজিরপাড়া ও দক্ষিণপাড়ার প্রায় দেড় শতাধিক বাড়ি পানির নিচে। হ্নীলা ও সদর ইউনিয়নের অনেক ঘরেও পানি ঢুকেছে। মাঝারপাড়ার বাসিন্দা আয়েশা খাতুন জানান, “রাত থেকে ঘুমাতে পারিনি, রান্না করতে পারিনি। ছোট ছোট সন্তানদের নিয়ে কষ্টে আছি।”
পাহাড় ধস ও বন্যা মোকাবেলায় উদ্যোগ
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ জানান, “ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। আমরা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা নিচ্ছি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “স্বেচ্ছাসেবক দল নিয়ে আমরা কাজ করছি। মাইকিং করে পাহাড়ে থাকা মানুষদের সরিয়ে নিচ্ছি। ইতোমধ্যে কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে।”
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের সৃষ্টি করে। শত শত শোকাতুর মুসল্লি মার্সিয়া ও শোকগীতি পাঠ করতে করতে মাতম করে মিছিলে অংশ নেন।মার্সিয়া ...
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের ...