কক্সবাজার হিমছড়িতে গোসলে নেমে চবি’র তিন শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮/৭/২০২৫, ১:২৯:৫৯ PM

কক্সবাজার হিমছড়িতে গোসলে নেমে চবি’র তিন শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নামার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন— অরিত্র হাসান, পিতা: মো. আমিনুল ইসলাম (বগুড়া, ঠনঠনিয়া দক্ষিণ পাড়া), আসিফ আহমেদ, পিতা: রফিকুল ইসলাম (বগুড়া, দক্ষিণ নারুলী), কে এম সাদমান রহমান সাবাব, পিতা: কে এম আনিসুর রহমান (ঢাকা, মিরপুর) ।

তিনজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী গণমাধ্যমকে জানান, “গতকাল রাতে চারজন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে কক্সবাজারে বেড়াতে যায়। আজ সকালে গোসলে নামার পর তিনজন স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় জেলেরা একজনের মরদেহ উদ্ধার করেছেন।”

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কক্সবাজারে রওনা দিয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর।

এদিকে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত দুই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।

ক্যাটাগরি:
কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার ক্যাটাগরি থেকে আরো

উখিয়ায় খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

উখিয়ায় খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

৮ জুলাই, ২০২৫

কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খালে ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালি...