বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট-এর উদ্যোগে কক্সবাজারের কুতুবদিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে স্থানীয় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় অন্তত ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে চিকিৎসাসেবা গ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি অনুরোধ জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য।
একজন সেবাগ্রহণকারী রোগী বলেন, “দ্বীপাঞ্চলের মানুষ হিসেবে আমরা অনেক সময়ই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হই। নৌবাহিনীর এমন উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এই সেবার ধারাবাহিকতা থাকুক।”
সিটিজি পোস্ট/ এসএইচএস