ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি জানান, হেরাত শহরের বাইরে গুজারা জেলায় বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পড়ে। স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন, বাসটির অতিরিক্ত গতি ও অবহেলাই দুর্ঘটনার প্রধান কারণ।
প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, নিহতদের বেশিরভাগই বাসে ছিলেন। তবে সংঘর্ষে ট্রাকের দুজন ও মোটরসাইকেলের দুজনও নিহত হয়েছেন।
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও দুর্ঘটনায় নিহতদের অধিকাংশ যে ইরান থেকে বহিষ্কৃত আফগান শরণার্থী ছিলেন তা নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আফগানিস্তানে খারাপ সড়ক ও যানবাহনের অব্যবস্থাপনার কারণে নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। শুধু গত বছরের ডিসেম্বরে দুটি বাস দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৫২ জন।
উল্লেখ্য, দুর্ঘটনার একদিন আগস্ট ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন যে আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগান শরণার্থীকে দেশ ছাড়তে হবে। সংঘাত, দারিদ্র্য ও বেকারত্বের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক আফগান ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করেন। অনেকেই সেখানে নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করলেও এবার ইরান সরকার শরণার্থীদের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে।