চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার এবং শর্তযুক্ত অ্যাসেসমেন্ট টেস্ট বাতিলসহ নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা
চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার এবং শর্তযুক্ত অ্যাসেসমেন্ট টেস্ট বাতিলসহ নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শনিবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় হাজারও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। শুরুতে তারা সড়কের পাশে ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি করলেও পরে মহাসড়ক অবরোধে নামেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অনুরোধ জানালে তারা দুপুর ১টার দিকে সড়ক থেকে সরে যান।
দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় সিটি গেইট থেকে মাদামবিবির হাট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতির সমাধান ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণেই তারা মাঠে নেমেছেন।
চাকরিচ্যুত কর্মকর্তা এমদাদ হোসাইন বলেন, “সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী এখন অসহায় অবস্থায় আছি। আজকের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সংকট সমাধানে এগিয়ে আসুন।”
আরেক চাকরিচ্যুত কর্মকর্তা নুর উদ্দিন বলেন, “ব্যাংক কর্তৃপক্ষ আমাদের স্যালারি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। ফলে আমরা নিজেদের টাকাও তুলতে পারছি না। সংসারের খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে।”
এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। আজকের মানববন্ধন ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়েই তাদের আন্দোলনের সূচনা হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, রোববার থেকে কর্মবিরতি চলবে।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মকর্তা সরাসরি সিভি দিয়ে নিয়োগ পান। তাদের অধিকাংশই চট্টগ্রামের পটিয়া ও আশপাশের এলাকার বাসিন্দা। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। এর পর ২৭ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া ৫ হাজার ৩৮৫ কর্মকর্তার জন্য একটি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। তবে পরীক্ষায় অংশ নেন মাত্র ৪১৪ জন, আর উপস্থিত না হওয়া ৪ হাজার ৯৭১ জনকে পরদিন ওএসডি করা হয়। পরীক্ষার বিরোধিতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুই দফায় চাকরিচ্যুত হন আরও ৪০০ কর্মকর্তা।
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজিবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ৩৩ টি ইশত...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধ...