রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে মঙ্গলবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জনপদ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পের পরপরই কামচাটকা অঞ্চলের সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায় আঘাত হানে তিনটি শক্তিশালী সুনামি ঢেউ, যার মধ্যে সর্বশেষটি ছিল "অত্যন্ত ধ্বংসাত্মক"।
সুনামির কারণে বন্দর এলাকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নোঙর করা একাধিক জাহাজ স্রোতের টানে সমুদ্রের গভীরে ভেসে যায়। শহরের কিছু অংশ প্লাবিত হয়। নিরাপত্তার খোঁজে স্থানীয় বাসিন্দারা আশপাশের পাহাড়ে আশ্রয় নিয়েছেন। ওই এলাকায় আনুমানিক ২ হাজার মানুষ বসবাস করেন।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় জানান, “গত কয়েক দশকে এমন শক্তিশালী ভূমিকম্প আমরা দেখিনি।” ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে।
এই ভূকম্পনের প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশসমূহ, জাপান, হাওয়াই, গালাপাগোস দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য অঞ্চলে।
হোক্কাইডো উপকূলে ইতিমধ্যেই সুনামির ঢেউ আছড়ে পড়েছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, “মানুষের জীবন রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাইকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
হনোলুলু শহরে জরুরি সতর্কতা জারি হয়েছে। ওয়াইকিকি সৈকতসহ উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ইকুয়েডরের উপকূলে তিন মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে। গালাপাগোস দ্বীপপুঞ্জেও সতর্কাবস্থা জারি আছে।
এরই মাঝে ভারতের আন্দামান অঞ্চলেও একাধিক ছোট আকারের ভূকম্পন অনুভূত হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে প্রথমটি ৫ মাত্রার ছিল। তবে সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের মাত্রা ও গভীরতা দেখে একে "মেগাথ্রাস্ট" বা অতিশক্তিশালী ভূমিকম্প বলে চিহ্নিত করেছেন ভূতাত্ত্বিকরা। এ ধরনের ভূকম্পনে সুনামির ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে থাকে।
রাশিয়ার রক্ষা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্রগুলো।