গাজা উপত্যকা মুসলিমদের নিয়ন্ত্রণে থাকবে না এমনই ভয়াবহ সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, এই ভুখণ্ডকে চিরতরে ফিলিস্তিনিদের হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তার সরকার।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা দখলের উদ্দেশ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) কে পাঁচটি ভাগে বিভক্ত করে পাঁচ মাসব্যাপী সামরিক অভিযান পরিচালনার মহাপরিকল্পনা হাতে নিয়েছে তেলআবিব। ইতিমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার বিকল্প পরিকল্পনাও তৈরি করা হয়েছে।
নেতানিয়াহু প্রশাসনের দাবি, এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল কোনো ধরণের আপস করবে না। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বৈঠকে অনুমোদন চাইবেন নেতানিয়াহু।
এদিকে IDF এর অভ্যন্তরেই এই পরিকল্পনা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এই সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই অভিযানটি জিম্মিদের জন্য হুমকি হয়ে উঠছে।” তার এমন বক্তব্যের পর নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এমনকি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা তাকে পদত্যাগের পরামর্শও দিয়েছেন, যদিও তিনি এখনও সে পথে হাঁটেননি।
ইতোমধ্যে গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা ইসরায়েলের দখলে চলে গেছে বলে দাবি করা হচ্ছে। তবে বাকি অংশ নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীর ভিতরেই মতভেদ প্রতীয়মান হচ্ছে।
এদিকে নেতানিয়াহুর এই পরিকল্পনায় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ গাজা দখলের উদ্যোগের বিরুদ্ধে সরাসরি আপত্তি জানিয়ে বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে গাজার গুরুত্ব অপরিসীম এবং এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে সংকট আরও ঘনীভূত করবে।
পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশও নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছে। তবে এসব সমালোচনায় গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল সরকার।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা সম্পর্কে অবহিত হলেও গাজা দখল নিয়ে তার পক্ষ থেকে কোনো স্পষ্ট আপত্তি আসেনি। তিনি কেবল বলেছেন, “আমরা গাজার মানুষের খাদ্য নিরাপত্তার দিকে নজর দিচ্ছি। অঞ্চল দখলের বিষয়টি ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত।”
নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনায় আগামী কয়েক মাস গাজা উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...