বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকার বরাদ্দ পেলেও তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য প্রকল্প বরাদ্দ দিয়েছেন, ফলে অন্য জাতিগোষ্ঠী বঞ্চিত হচ্ছে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি বরাদ্দে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে, যা স্বাধীনতার ২৪ পরবর্তী বাংলাদেশে অগ্রহণযোগ্য। তারা আরও অভিযোগ করেন, জেলা পরিষদের কফি ও কাজুবাদাম প্রকল্পে ৩০২ জনের মাধ্যমে ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়ি সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে বাঙালিরা সম্পূর্ণভাবে উপেক্ষিত।
এ সময় বক্তারা জানান, বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বাজেট প্রদান করা হয়েছে, যা অন্যায় ও বৈষম্যমূলক। তারা জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানের উদ্দেশ্যে ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিলের আলটিমেটাম প্রদান করেন।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দের সমবণ্টন নিশ্চিত করার আহ্বান জানান। তা না হলে জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
.jpg&w=3840&q=75)



