রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০ম সভা। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্টহাউজে শুরু হওয়া এ সভা চলে প্রায় দুই ঘণ্টা।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন কমিটির চেয়ারম্যান সুদত্ত চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল এবং সামছুল হক।
সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, "পার্বত্য চুক্তির এখনও বাস্তবায়ন না হওয়া ধারাগুলো, বিশেষ করে ভূমি জরিপ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
তিনি আরও জানান, অগ্রগতি ত্বরান্বিত করতে অচিরেই পরবর্তী সভা আয়োজন করা হবে।