রাউজান উপজেলায় গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আজ শনিবার (৩০ আগস্ট) রাউজান উপজেলায় উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, “পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত গড়ে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”
তারা আরোও বলেন, “অধিকার ও মর্যাদার বাংলাদেশ মানেই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচন সংবিধান সংস্কার পরিষদে’র ভিত্তিতে আয়োজন করতে হবে।”
এই কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন তালুকদার, সাহদাত হোসেন মানিক, মোরশেদুল আলম, জাহিদুল আলম আল জাহিদ, খালেদ আহমদ, মো: নুরুল আমিন ও নাজমুন হাসান আসিফসহ প্রমূখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস