বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ছাড়া দাঁতমারা ইউনিয়নে কোনো ধরনের মিছিল, সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না। এলাকার সার্বিক পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের কর্মসূচি আয়োজনের আগে প্রশাসনের অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ব্যতীত দাঁতমারা ইউনিয়ন এলাকায় সকল ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।”
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিকেলে দাঁতমারা ইউনিয়নে একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।