রাউজানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিল নগরে এই প্রতিবাদ সভা হয়। সভার ব্যানারে উল্লেখ করা হয়— ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মোটর শোভাযাত্রায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।’
বিকেল ৪টার দিকে মুন্সির ঘাটা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পশ্চিমে সূর্যসেন চত্বর হয়ে পূর্বে জলিল নগর প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কয়েক হাজার অনুসারী অংশ নেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা বিএনপির নেতা মো. হাবিবুল্লাহ মাস্টার, যুবদল নেতা মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মোসলেহ উদ্দিন, সৈয়দ ওবায়দুল আকবর নোমান ও হাফেজ মুহাম্মদ হাসেম।
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মির্জার সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, আব্দুল হাকিম চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মাহাজন, উত্তর জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, যুবদল নেতা খোরশেদুল আলম জিকু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ও ছোটন আজম।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম, ইয়াকুব আলী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, মো. রেওয়াজ, ছাত্রদল নেতা আরিফুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচির আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মুন্সির ঘাটায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন নেতাকর্মীরা। এ সময় মিছিলের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে সাম্প্রতিক অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় সরেজমিন তদন্ত করে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।এ সংক্রান্ত একটি চিঠি দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল-কে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাউজান উপজেলা বিএনপিতে "অপ্রত্যাশিত ঘটনা, হানাহান...
২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৮ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে সাম্প্রতিক অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় সরেজমিন তদন্ত করে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।এ সংক্রান্ত একটি চিঠি দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজ...