ভারতের কর্ণাটক রাজ্যের অন্যতম তীর্থস্থান ধর্মস্থলা মন্দিরে গণকবরের অভিযোগে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সাবেক পরিচ্ছন্নতাকর্মীর বিস্ফোরক বক্তব্যের ভিত্তিতে অভিযোগ উঠেছে, ধর্ষণ ও হত্যার শিকার নারী ও শিশুদের গোপনে কবর দেওয়া হতো মন্দির এলাকায়।
শনিবার ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়, মন্দিরের সাবেক পরিচ্ছন্নতাকর্মী দাবি করেছেন, ১৯৯৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে তাঁকে শত শত মরদেহ কবর দিতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, “মৃতদের শরীরে যৌন নির্যাতন ও নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল। অধিকাংশই নারী ও শিশু।”
ওই কর্মীর অভিযোগ, এসব লাশ হয় মাটিচাপা দেওয়া হতো, না হয় গোপনে পুড়িয়ে ফেলা হতো। ৩ জুলাই তিনি ধর্মস্থলা থানা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ সামনে আসার পর ২০১২ সালের একটি অমীমাংসিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কর্ণাটকজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজকর্মী, মানবাধিকার সংগঠন এবং আইনজীবীরা কর্ণাটক সরকারকে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের আহ্বান জানিয়েছেন। কর্ণাটক রাজ্য নারী কমিশনও এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে।
সমালোচকরা দাবি করছেন, এই ঘটনার পেছনে মন্দির প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকতে পারেন। তবে বিজেপি এই অভিযোগকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে। বিজেপি নেতা ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পা বলেন, “ধর্মস্থলায় কোনো অপকর্ম হয়নি। তদন্ত হোক, আমাদের আপত্তি নেই।”
ধর্মস্থলা মন্দির কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার নেত্রবতী নদীর তীরে অবস্থিত। এটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী আসেন। দেশ-বিদেশের সেলিব্রেটি ও রাজনৈতিক ব্যক্তিদেরও সেখানে নিয়মিত যাতায়াত দেখা যায়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...