রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাসায় দ্বিতীয় দফায় চাঁদার টাকা ও স্বর্ণালংকার নিতে গেলে তাদের হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, “প্রথম দফায় অভিযুক্তরা এক কোটি টাকা দাবি করেন। পরে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। দ্বিতীয় দফায় স্বর্ণালংকার নিতে গেলে বাড়ির লোকজন আমাদের জানায়, তখন পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।”
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক এবং গুলশান এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
চাঁদা দাবির অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা সংঘবদ্ধভাবে ‘ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে’ চাঁদা দাবি করেছিল।
ওসি আরও বলেন, “তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”
গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানায় হেফাজতে রাখা হয়েছে।
২৬ জুলাই, ২০২৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে শাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাব...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর ম...