স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদদের ত্যাগের স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে “নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা), সার্বিক সহযোগিতায় ছিল লাভ বাংলাদেশ পার্টি।
এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক রাফসান জনি'র সঞ্চালনায় এবং সব সংগঠনের সৌহার্দপূর্ণ অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে অবস্থান করেন এবং তাদেরকেই বিশেষ সম্মানিত অতিথি করা হয়। শহীদ পরিবারের সদস্যদের হাত থেকে অতিথিরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
শহীদদের অবদানের স্মরণে ১০ জনকে “শহীদদের ক্রেস্ট” প্রদান করা হয়—শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মো: জামাল, শহীদ ইশমামুল হক, শহীদ ইউসুফ, শহীদ ওমর বিন আবসার, শহীদ মাহবুবুল হাসান, শহীদ শহিদুল ইসলাম ও শহীদ মো: আলম। সংবাদমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার দুই প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠান সফল করায় এবং সহযোগিতার জন্য বিশেষ সম্মাননা পান লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব লায়ন সাজ্জাদ উদ্দিন, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল কবির, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর প্রধান প্রতিবেদক মুনীর চৌধুরী, চবি ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন চৌধুরী, মানবাধিকার কর্মী ও ভয়েডের প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী এবং ইরফাত ইব্রাহিম।
সংগঠন সম্মাননা (১০টি) প্রদান করা হয়। তন্মধ্যে ছিল ছাত্র ফেডারেশন (গণসংহতি), স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল), পুনাব, পুসাব, জানাপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপ বাংলাদেশ।
সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য বাহাছ ও জুলাই রেকর্ডসকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া জেনেটিক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় নারী যোদ্ধা, দুইজন মাদরাসা শিক্ষার্থী, একজন আইনজীবী এবং অবদান শীর্ষক আরও দুইজনকে।
বক্তারা তাদের বক্তব্যে শহীদদের ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সংগঠনটি ভিপি হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির সাংগঠনিক সম...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের ...