প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘‘শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। পরে এনসিপিও একই প্রতীক দাবি করেছিল। শেষ পর্যন্ত কাউকেই এই প্রতীক দেয়া হয়নি।’’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শাপলা প্রতীক না পেলে নির্বাচন কঠিন হবে, এনসিপি নেতা সারজিস আলমের এমন মন্তব্যকে হুমকি মনে করেন কি না জানতে চাইলে সিইসি বলেন, “আমি এটিকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনব, আর আমাদের কাজ করে যাব।”
তিনি আরও বলেন, ‘‘আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।’’
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান সিইসি। তিনি বলেন, “প্রধান উপদেষ্টাও ফেব্রুয়ারির সময় উল্লেখ করছেন। তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। এজন্য সংবিধান ও আরপিও পরিবর্তন করতে হবে।”
এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “দুয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে। আরও যাচাই-বাছাই চলছে।”
সিটিজিপোস্ট/ এসএইচএস