যারা মাদকবিরোধী কথা বলে, তারাই ইয়াবা কারবারিদের আশ্রয় দেয়: এনসিপি নেতা জুবাইরুল আলম

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫

যারা মাদকবিরোধী কথা বলে, তারাই ইয়াবা কারবারিদের আশ্রয় দেয়: এনসিপি নেতা জুবাইরুল আলম

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেছেন, যারা মঞ্চে দাঁড়িয়ে সংগ্রামী চেহারা দেখায়, মাদকবিরোধী স্লোগান দেয়, তারাই আবার রাতের আঁধারে ইয়াবা কারবারিদের ছায়া হয়ে যায়। এনসিপি মাদক, দুর্নীতি ও পাচারকারীদের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে। যারা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয় অথচ বাস্তবে তাদের প্রশ্রয় দেয়, তারা দেশ ও সমাজের শত্রু। এছাড়া ২৪'র গণঅভ্যুত্থানে সৈরাচার হাসিনার পতন হয়েছে। এখন কেউ আওয়ামীলীগ, ছাত্রলীগ হয়ে ফিরতে চাইলে এনসিপি কাউকে ছাড় দিবেনা। দখলদারত্বের রাজনীতি আর চলবেনা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় আনোয়ারা উপজেলা এনসিপির নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের উদ্দেশ্য জুবাইরুল আলম মানিক বলেন, ‘আগে দেখতাম প্রশাসন জনগণকে পাহাড়া দিতো, কিন্তু এখন দেখছি সকাল থেকে সন্ধ্যা কিছু মানুষ তাদের পাহাড়া দিচ্ছে। এইসব ব্যক্তিরা রাজনৈতিক পরিচয়ে আড়ালে মামলা বাণিজ্যের সাথে জড়িত। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ অনেক মানুষ। এসব বন্ধ করতে হবে।’

আনোয়ারা উপজেলা এনসিপি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ’র সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী দিদারুল আলম’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোঃ হানিফ, সাকিবুল হাসান চৌধুরী, সদস্য সরওয়ার আলম ফয়সাল ও শাহেদুল ইসলাম শাহেদ সহ প্রমুখ।

সভাপতিত্বের বক্তব্যে এনসিপির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, “এনসিপির জন্ম হয়েছে এই দেশ থেকে পাচার ও অন্যায়ের রুট কেটে ফেলতে। আপনাকে বড়লোক বানানোর জন্য নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। যারা এনসিপিতে থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন দেখে, তারা ভুল করছে। এনসিপি কখনো ব্যক্তিস্বার্থে নয়, জনস্বার্থে কাজ করে।”

লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “এনসিপি কর্মীবান্ধবের পাশাপাশি গণমাধ্যমবান্ধব দল। সাংবাদিকদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাই। সত্য প্রকাশে মিডিয়ার ভূমিকা আমাদের রাজনৈতিক শক্তি।”

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণরাজনীতি