চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শাহজাহান মিয়া (৩৪) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।
স্থানীয় মো. আকবর জানান, ‘‘শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি অস্বীকৃতি জানালে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
সিটিজি পোস্ট /এমসি
৮ সেপ্টেম্বর, ২০২৫
শিল্পপতি (মৃত) মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গিয়াস কাদেরের দুই ছেলেসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, "আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থা সিআইডিকে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টম...
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
শিল্পপতি (মৃত) মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গিয়াস কাদেরের দুই ছেলেসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।বাদীপক্ষের আইনজীবী মোরশ...