
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, জামায়াত আন্দোলনের সঙ্গী হলেও তারা সত্য থেকে সরে যেতে পারে, কিন্তু বিএনপি কখনও সত্য থেকে সরবে না।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ প্রচারের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
বিচারপতি ফয়জী বলেন, “জামায়াতের পুরনো স্লোগান ছিল ‘সত্য সমাগত, মিথ্যা অপসৃত হবে’। কিন্তু ৫ আগস্টের পর মনে হচ্ছে তারা উল্টো স্লোগান নিচ্ছে—‘মিথ্যা সমাগত, সত্য অপসৃত হবে’। বিএনপি সত্যের পক্ষে ছিল, আছে, এবং থাকবে।”
তিনি আরও বলেন, ‘‘বিএনপি কখনও গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচার বিসর্জন দেবে না। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’’
ফয়জী বলেন, ‘‘যখন আওয়ামী শাসনে বিএনপি নেতাকর্মীরা হতাশায় ভুগছিল, তখন আমি তাদের পাশে থেকেছি। রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আইনি সহায়তা দিয়েছি। এমন সময়েও আমি মিছিল-মিটিং করেছি, যখন বিএনপির নামে রাস্তায় দাঁড়ানোই ছিল ঝুঁকিপূর্ণ।’’
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল আজম, ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সদস্য আব্দুল আজিজ, মাহাবুবুল আলম ও মো. হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু মুনসুর, পৌর যুবদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন, এবং ছাত্রদল নেতা আব্দুর জব্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।
.jpg&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানখাইয়া খালের অনিয়ম-দূর্নীতি, বৃক্ষ নিধন ও ধ্বংসনিপীড়নের দৃশ্য ক্যামেরাবন্দি ও ফেসবুকে পোস্ট করায় এক গণমাধ্যম কর্মীকে চাঁদাবাজি ও মামলার হুমকি দেন ধর্মপুর ইউনিয়নের এক বহিস্কৃত বিএনপি নেতা। চাঁদাবাজি ও মামলার হুমকি দেওয়া বহিস্কৃত বিএনপি নেতার নাম তারেক। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্ব...
.jpg&w=3840&q=75)
২৫ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
২৫ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫
_(55).jpg&w=3840&q=75)
২৪ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানখাইয়া খালের অনিয়ম-দূর্নীতি, বৃক্ষ নিধন ও ধ্বংসনিপীড়নের দৃশ্য ক্যামেরাবন্দি ও ফেসবুকে পোস্ট করায় এক গণমাধ্যম কর্মীকে চাঁদাবাজি ও মামলার হুমকি দেন ধর্মপুর ইউনিয়নের এক বহিস্কৃত বিএনপি নেতা। চাঁদাবাজি ও মা...