চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ী মো. ইউনুছ খাঁনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নুরুল হক (২৭)। তিনি কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মৃত মো. শফি উল্লাহ’র ছেলে।
নুরুল হক চট্টগ্রামের মোহরা এ এল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় বসবাস করতেন। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশায় করে কামাল বাজার এলাকা থেকে বাসায় ফিরছিলেন। উত্তর মোহরার হাবিবুল্লাহ চৌধুরী রোডের আকবর আলী সুকানীর বাড়ির সামনে তিনি পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা নুরুল হক ও তার সহযোগীরা তাকে অনুসরণ করে। ঘরে ঢোকার পরপরই তারা পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় মো. ইউনুছ খাঁনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...