ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, এখন থেকে যে কাউকে বিদেশি হিসেবে শনাক্ত করা হলেই তাকে বাংলাদেশে 'পুশ ইন' করা হবে — আইনি প্রক্রিয়া ছাড়াই। এই সিদ্ধান্ত কার্যকর করবেন সংশ্লিষ্ট জেলার ডিসিরা।
সোমবার আসামের আইনসভায় মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “১৯৭১ সালের ২৪ মার্চের পরে যারা আসামে প্রবেশ করেছেন, তারা ভারতের নাগরিক নন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।”
তিনি আরও জানান, ১৯৫০ সালের পুরোনো 'পুশ ইন আইন' ফিরিয়ে আনা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটিকে বৈধতা দিয়েছে।
২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ, তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে রায় দেয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন, তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। এই তারিখের পরে আসা কারও ক্ষেত্রেই ছাড় দেওয়া যাবে না।
মুখ্যমন্ত্রীর দাবিমতে, গত কয়েক সপ্তাহে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে, যাদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে রায় দিয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) কারও নাগরিকত্ব নিয়ে সন্দেহ করলে তাকে সরাসরি পুশ ইন করতে পারবেন।
আইনগত আপিল, বিচার বা শুনানির কোনো প্রক্রিয়া ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ফরেনার ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত ‘বিদেশি’দের ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এমন সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আসামে দীর্ঘদিন ধরেই জাতিগত ও অভিবাসন-সংক্রান্ত উত্তেজনা বিরাজ করছে। ২০১৯ সালে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) থেকে প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ে, যাদের বেশিরভাগই বাঙালি মুসলমান ও হিন্দু।
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...