বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা উইড্রো হবে, এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তো নয়ই বরং অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সফরকালে প্রধান উপদেষ্টা এক গণমাধ্যমকে বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে।" এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, "এটা উনি থিওরিটিক্যাল একটা কথা বলেছেন, আমি যেটুকু বুঝতে পারি। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, থিওরিটিক্যালি ওই ব্যানটা পারমানেন্ট কি না, সেই ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা উইড্রো হবে, এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।"
তিনি আরও বলেন, "আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজেই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আমি আমার পর্যবেক্ষণ থেকে বুঝতে পারছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নাই।"
প্রধান উপদেষ্টার দেওয়া এক সাক্ষাৎকারে “কেউ বলছে পাঁচ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন” মন্তব্যের বিষয়ে আসিফ নজরুল বলেন, "সরকারের ইচ্ছা কি সেটা তো প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। নির্বাচনের পরে এক সেকেন্ড, এক মিনিট, এক ঘণ্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। আমরা স্মুথ ট্রানজিশন অব পাওয়ারে বিশ্বাস করি।"
তিনি আরও যোগ করেন, "আমরা চাই নির্বাচনের আগে বিচারের দৃশ্যমান অগ্রগতি হোক। অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। ইতোমধ্যেই বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি নির্বাচনের আগে কিছু বিচার কাজের সমাপ্তি দেখতে পাবো।"
সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ে প্রায় নয় থেকে ১০টি বড় ধরনের সংস্কার করা হয়েছে। তিনি বলেন, "ঐকমত্য কমিশন সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে, যেখানে রাজনৈতিক দলের সমঝোতা ছাড়া কিছু করা যাবে না। তবে সাধারণ অধ্যাদেশ বা সরকারি আদেশের মাধ্যমে যেসব সংস্কার করা সম্ভব, সেগুলো আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। ফেব্রুয়ারির আগে আরও উল্লেখযোগ্য অগ্রগতি হবে, ইনশাআল্লাহ।"
সিটিজিপোস্ট/ এসএইচএস