'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না'
চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫
.jpg%3Fv%3D1762095936217&w=3840&q=75)
চট্টগ্রামের পটিয়ায় শেলী আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
নিহত শেলী আক্তার উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পূর্ব পাঁচুরিয়া তালুকদার বাড়ি এলাকার আব্দুল হকের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
আত্মহত্যার আগে রেখে যাওয়া চিরকুটে শেলী লেখেন, “আমার আর এই দুনিয়ায় থাকতে ইচ্ছে করতেছে না। তাই আমি মরে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় মরতেছি। আমার শুধু একটাই ইচ্ছা— মৃত্যুর পরে আমার ছেলে মেয়েকে আমার আম্মুর কাছে দিয়ে দিবে। এটা আমার ইচ্ছে। আমি বার বার বলতেছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ‘‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’’


.jpg%3Fv%3D1762087453327&w=3840&q=75)
.jpg%3Fv%3D1762086843227&w=3840&q=75)
.jpg%3Fv%3D1762073524716&w=3840&q=75)