জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আবেদন—দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। নিজের দলীয় স্বার্থের জন্য যেন দেশের স্বার্থ ক্ষুণ্ন না হয়।”
শুক্রবার (১৩ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় সর্বস্তরের দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “রাষ্ট্রের কাঠামো এমনভাবে মেরামত করতে হবে যাতে যে-ই ক্ষমতায় আসুক, সে ফ্যাসিবাদী আচরণ করতে না পারে। জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই দেশ পরিচালনা করতে হবে—এটাই প্রয়োজনীয় সংস্কার।”
তিনি আরও যোগ করেন, “সরকার আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই সময়ের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় বিচার ও সংস্কার না হলে, সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব হবে না।”
বিদেশি হস্তক্ষেপের বিষয়ে পরওয়ার বলেন, “আমাদের রাজনীতি, আমাদের ভোট কখন হবে—তা দিল্লি ঠিক করে দিচ্ছে। ব্যবসা-বাণিজ্য পর্যন্ত বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। আমরা চাই এমন এক শক্তিশালী সংসদ, যারা দিল্লির তাবেদারি করবে না, বরং মাথা উঁচু করে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।”
সমাবেশে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী হিসেবে সাবেক এমপি শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এই মনোনয়নের মাধ্যমে সমাবেশ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম জানান, “আদর্শ ও জাতীয় স্বার্থে প্রার্থীদের রদবদল হতে পারে। আমীর মকবুল আহমদ নিজের আসন ছাড়তেও প্রস্তুত।”
মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, “এই ময়দানে অতীতের ত্যাগকে সম্মান জানিয়ে, আজ আমাদের নতুন বিজয়ের রোডম্যাপ তৈরি করতে হবে। এবার আমাদের স্বপ্ন সম্ভাবনার বাংলাদেশ, এবারে আমাদের স্বপ্ন—ফ্যাসিবাদের পরাজয়।”
অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেন, “আওয়ামী লীগ ভারতকে সঙ্গে নিয়ে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এখন সংস্কার ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার অসম্ভব।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন,
“পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোর কাজ আজ বিকৃত হয়ে গেছে। স্থানীয় নির্বাচন না হওয়ায় দুর্নীতি বাসা বেঁধেছে। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এখনো সম্ভব।”
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...