চট্টগ্রামের পতেঙ্গায় এক ব্যাংকারের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসার মালিক মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মামলা দায়ের হয়। চক্রের সদস্যদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ পতেঙ্গা ডেইল পাড়া মাজার গলির বাসায় এ চুরির ঘটনা ঘটে। বাসাটির মালিক ইসলামী ব্যাংক কাটগড় বাজার এজেন্ট ইনচার্জ সালেহ নূর।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মো. বাদশা (২৬) ও রমিজ (১৬) নামে দুইজনকে সনাক্ত করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন সালেহ নূর।
তিনি অভিযোগ করে বলেন, “চোরের দল জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে আমার ছেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও স্ত্রীর রাখা নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে আসামি করেছি। তবে আরও অনেকে জড়িত থাকতে পারে। এরা এলাকায় বেকার থেকে নানা অপকর্ম করে বেড়ায় এবং ইয়াবা, গাঁজা ও মদে আসক্ত।”
পুলিশ বলছে, চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...