বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে এ মন্তব্য করেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে লন্ডন সময় সকাল ৯টায় ড. ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
পরে সকাল ১০টা ১৫ মিনিটে ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাই।
চ্যাথাম হাউসে অনুষ্ঠিত নীতি সংলাপে মূল বক্তা হিসেবে অংশ নিয়ে ড. ইউনূস বলেন:
“বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার শুধু একটি অভ্যন্তরীণ চাওয়া নয়, এটি একটি আন্তর্জাতিক দায়িত্বও। জনগণের অধিকারে বিশ্বাস রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সরকার গঠন আমাদের মৌলিক লক্ষ্য।”
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও প্রতিবাদী। “তারা জানে, তাদের ভবিষ্যৎ কেবলমাত্র একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক কাঠামোর মাধ্যমেই নিরাপদ হতে পারে,” বলেন ড. ইউনূস।
এই অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চ্যাথাম হাউসের আয়োজনে বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ওপর আন্তর্জাতিক মনোযোগ আরও তীব্রভাবে দৃশ্যমান হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।
গত আগস্টে শেখ হাসিনা সরকার গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ালে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ড. ইউনূস। দেশব্যাপী সংলাপ ও রাজনৈতিক সংস্কারের কাজ তিনি সক্রিয়ভাবে পরিচালনা করছেন।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...