চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পলাশ দাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ার সেবাশ্রম মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশ দাস সাতকানিয়া উপজেলার নন্দীপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন।
র্যাব-৭ জানায়, তালাকপ্রাপ্ত ও দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে পলাশ দাসের পরিচয় হয় তার মুদি দোকানে। সেখান থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালের ৮ অক্টোবর পলাশ নিজ দোকানে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী জানতে পারেন, পলাশ হিন্দু ধর্মাবলম্বী এবং তার আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, পলাশ ভিকটিমকে ধর্ম পরিবর্তনের আশ্বাস দিয়ে বিয়ে ও সংসারের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে ভিকটিম গর্ভবতী হলে পলাশ সন্তান নষ্ট করতে বাধ্য করার পাশাপাশি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে ওই নারী ২০ মে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশ দাসকে পটিয়ার সেবাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
১ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউপিডিএফ সদস্যের নাম- সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯)৷ তিনি খাগড়াছড়ির লক...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
১ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ...