সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৫ জুলাই) সংগঠনের অস্থায়ী ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সংগঠনের একজন দায়িত্বশীল সদস্যের পক্ষে গ্রহণযোগ্য নয়।
এ প্রেক্ষিতে তাকে সদস্য সচিবের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম।
এদিকে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে এই সিদ্ধান্তের পেছনে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে নিজাম উদ্দিনকে পুলিশের একটি কার্যালয়ের ওসির রুমে বসে একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথনে লিপ্ত থাকতে দেখা যায়। ভিডিওতে তার বক্তব্য এবং ভঙ্গিমা সংগঠনের বাইরে ও ভেতরে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সংগঠন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় কমিটিতে উদ্বেগ তৈরি হয় এবং তার ভিত্তিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠন করা হয়।
তবে নিজাম উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে ‘প্রায় পুরনো’ ও ‘চক্রান্তমূলকভাবে উপস্থাপিত’ বলে দাবি করেছেন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে সংগঠনটির চট্টগ্রাম মহানগর এর আহবায়ক আরিফ মইনুদ্দিনকে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের সৃষ্টি করে। শত শত শোকাতুর মুসল্লি মার্সিয়া ও শোকগীতি পাঠ করতে করতে মাতম করে মিছিলে অংশ নেন।মার্সিয়া ...
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের ...