চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু।
মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় একটি মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ঈদ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের রাইখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল গনির বাড়িতে বেড়াতে আসে তার মেয়ের পরিবার ও প্রতিবেশী এক পরিবারসহ মোট ছয়জন। মঙ্গলবার সকালে কোদালা সুলতানিয়া মাদরাসা সংলগ্ন ঘাটে গোসল করতে নামে আব্দুল গনির ছয় বছর বয়সী নাতি মোহাম্মদ ইমন এবং বেড়াতে আসা আট বছর বয়সী একটি মেয়েশিশু। কিছুক্ষণের মধ্যে তারা নিখোঁজ হয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল বলেন, “দুপুরে স্থানীয়রা চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি শিশুর মরদেহ ভেসে যেতে দেখে থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। আরও এক শিশু নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে।”
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাসুই মং মারমা জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদ থেকে ডুবুরি দল আনা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নদীতে গোসলে যাওয়ার বিষয়ে শিশুদের প্রতি অতিরিক্ত নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...