বিদেশী বিনিয়োগকারীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে আমেরিকার নাগরিকত্বের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা প্রোগ্রাম চালু করার সুবিধা শুরু করেছেন ট্রাম্প, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন যে তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন। এই গোল্ডেন কার্ড হবে গ্রিন কার্ডের ‘প্রিমিয়াম সংস্করণ’। মার্কিন নাগরিকত্ব অর্জনের ‘পথ খুলে দেবে’ এই গোল্ড কার্ড।
ট্রাম্প বলেন, ‘এই গোল্ড কার্ড নাগরিকত্বের রুট হবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন এবং কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন।’
তিনি জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে। এদিকে ঠিক কীভাবে এই প্রকল্প চলবে, তা স্পষ্ট করেননি তিনি।
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে ...
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমে...