চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার বখতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. জনি (২০), আরিফ হোসেন (২০), সামিউল ইসলাম সম্রাট (২১), আল আমিন বাপ্পি (২২) ও মো. নাঈম (২২)। তারা সকলেই চট্টগ্রাম নগরীর খুলশী ওয়ারলেস সেগুনবাগান ২ নম্বর কলোনিতে বসবাস করে। তাদের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান,“ডাকাতির প্রস্তুতির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আরও ১০-১২ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন,
গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আজ (১৩ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চারা বটতল এলাকায় সম্প্রতি কিছুদিন ধরে অপরিচিত মানুষের চলাচল বেড়েছিল। পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনেছে।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...