ফটিকছড়িতে চা বাগানের কাজ নিয়ে বিবাদে কিশোরী খুন, চাচাতো ভাই গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫/৭/২০২৫, ৬:১০:০২ PM

ফটিকছড়িতে চা বাগানের কাজ নিয়ে বিবাদে কিশোরী খুন, চাচাতো ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে কাজ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বঁটির কোপে সুপ্তা মাঝি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। শনিবার (৬ জুলাই) ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।


নিহত সুপ্তা মাঝি স্থানীয় চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই এবং একই বাড়িতে বসবাস করতেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, অভিযুক্ত রতন চাইতেন সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে সেলাইয়ের প্রশিক্ষণ নেয়। কিন্তু সুপ্তা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ভোররাতে এই বাকবিতণ্ডা চরমে পৌঁছালে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাহবুবুল হক আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামে বৈছা নেতা নিজামের পদ স্থগিত

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামে বৈছা নেতা নিজামের পদ স্থগিত

৬ জুলাই, ২০২৫

সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।শনিবার (৫ জুলাই) সংগঠনের অস্থায়ী ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ...