বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী মহাকাশে পা রাখতে চলেছেন। তাঁর নাম রুতবা ইয়াসমিন—একজন বিজ্ঞানী, গবেষক এবং এখন সম্ভাব্য চাঁদে অভিযাত্রী। আন্তর্জাতিক মহাকাশ সংগঠন ‘স্পেস নেশন’ আয়োজিত ‘মুন পায়োনিয়ার মিশন’-এ সফলভাবে প্রশিক্ষণ শেষ করে তিনি এখন চাঁদে যাত্রার জন্য নির্বাচিত শীর্ষ প্রার্থীদের মধ্যে অন্যতম।
ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে পড়াশোনার শুরু করে রুতবা পাড়ি জমান ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজে, যেখানে ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে ডিগ্রি ও গণিতে মাইনর সম্পন্ন করেন। এরপর কোভিডকালে দেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং অবশেষে ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
রুতবার গবেষণার ক্ষেত্র মহাকাশ আবহাওয়া, বিশেষ করে ভূচৌম্বকীয় ঝড়। তাঁর অনুপ্রেরণা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। রুতবার মতে, “মহাকাশ শিল্পে মাত্র ১১ শতাংশ মহাকাশচারী নারী—এ চিত্র বদলাতে হবে।”
স্পেস নেশনের অধীনে মুন পায়োনিয়ার মিশনে তাঁর প্রশিক্ষণ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। সেখানে তাঁকে শিখতে হয়েছে—
স্পেসস্যুট পরা ও পরিচালনা,ইভিএ (Extra-Vehicular Activity) বা মহাকাশে বাহিরে কাজমিশন কন্ট্রোলে যোগাযোগ রক্ষা করা,একটি সিমুলেশনে যখন বিপজ্জনক ত্রুটি দেখা দেয়, তখন রুতবা জরুরি ইভিএ করে পরিস্থিতি সামাল দেন। তিনি এরপর দলের জন্য আইএসআরইউ (In-Situ Resource Utilization) মডিউলের নির্দেশনা দেন
রুতবার দল ‘ম্যাগ৭’ প্রশিক্ষণ মিশন সফলভাবে শেষ করেছে। তিনি বলেন, “এই মিশন ছিল আমাদের প্রস্তুতি, সমন্বয় ও নেতৃত্বের পরিপূর্ণ পরীক্ষা।”
মানসিক ও শারীরিক সুস্থতাকেও তিনি দিয়েছেন সমান গুরুত্ব—ভালো ঘুম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্নতার বিকল্প পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া ছিল তাঁর প্রস্তুতির অংশ।
রুতবার স্বপ্ন শুধু চাঁদে পা রাখাই নয়, বরং চাঁদে গবেষণা, নমুনা সংগ্রহ এবং ভবিষ্যতের আর্টেমিস মিশনের মতো বৃহৎ প্রকল্পে কাজ করা। তিনি বলেন,
“আমি শুধু মহাকাশে যেতে চাই না—আমি ইতিহাস গড়তে চাই, এমন এক ইতিহাস যেখানে নারীরা পথ খুঁজে পাবে।”
রুতবা ইয়াসমিনের এই অভিযাত্রা বাংলাদেশের মহাকাশ গবেষণা ও নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক মাইলফলক। তাঁর মাধ্যমে নতুন প্রজন্মের অনেক মেয়ের স্বপ্ন ছুঁতে পারবে মহাশূন্য।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...