যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ঘটে গেছে এক হাস্যকর ও চমকপ্রদ ঘটনা। মাত্র চার বছর বয়সী এক শিশু তার মাকে পুলিশের কাছে অভিযুক্ত করেছে, কারণ মা তার প্রিয় আইসক্রিম খেয়ে ফেলেছিলেন!
ঘটনার সূত্রপাত হয় যখন শিশুটির মা তার আইসক্রিম খেয়ে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটি যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করে জানায়, “আমার মা খুব খারাপ কাজ করেছেন।” কল রিসিভ করা নারী পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথমে বুঝতে না পেরে শিশুটির কাছ থেকে বিস্তারিত জানতে চান। শিশুটি তখন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, তার মা আইসক্রিম খেয়ে ফেলেছেন এবং পুলিশ যেন এসে তাকে ধরে নিয়ে যায়।
মজার বিষয় হলো, শিশুর অভিমান কমানোর জন্য তার মা মজা করে বলেছিলেন, “তাহলে পুলিশকে কল দাও!” কিন্তু মা হয়তো কল্পনাও করেননি যে, তার সন্তান কথাটি বাস্তবেই কার্যকর করবে!
বিষয়টি জানার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুর সঙ্গে কথা বলেন এবং তার মন ভালো করার চেষ্টা করেন। এরপর মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ সদস্যরা শিশুটির জন্য নতুন একটি আইসক্রিম নিয়ে আসেন।
আইসক্রিম হাতে পেয়ে শিশুটি আনন্দে আত্মহারা হয়ে পুলিশের সঙ্গে হাসিমুখে ছবি তোলে। পরবর্তীতে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।
এই ঘটনা একদিকে যেমন শিশুদের সরলতা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছে, তেমনি মনে করিয়ে দিয়েছে—তারা যা দেখে, তাই বিশ্বাস করে এবং প্রাপ্তবয়স্কদের কথাকেও নিখাদ সত্য বলে ধরে নেয়!
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে ...
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমে...