চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির(সিইউডিএস) উদ্যোগে “সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা বিকাশে বিভিন্ন বিভাগের ২০টি দলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা । এতে বিজয়ী হয় সমাজতত্ত্ব বিভাগ।
১৫ই ডিসেম্বর, রোজ শুক্রবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদে প্রাথমিক পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয় এবং ১৭ই ডিসেম্বর চবির বুদ্ধিজীবী চত্বরে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া চূড়ান্ত পর্বের বিতর্কে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট কে হারিয়ে চবিতে বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিভাগ হওয়ার গৌরব অর্জন করে সমাজতত্ত্ব বিভাগ। চূড়ান্ত পর্বের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সমাজতত্ত্ব বিভাগের ‘রাজিউর রহমান আরিফ’ এছাড়াও তিনি ‘ডিবেটার অফ দা টুর্নামেন্ট’ টাইটেল অর্জন করে।
বিজয়ী দল তথা সমাজতত্ত্ব বিভাগের বিতার্কিকেরা হলেন- আহেলী আযমান, আনিকা আনজুম, রাজিউর রহমান আরিফ। এছাড়া অসাধারণ বিতর্কের মাধ্যমে রানার- আপ হওয়ার গৌরব অর্জন করা শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর প্রতিনিধিত্বকারী বিতার্কিকেরা হলেন-
জুনায়েদ আহামেদ, তাহসিনা রহমান ও তানভীন কায়েস।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০টি দল ও দেশসেরা বিতার্কিকদের মধ্যে ১৫ জনের বিচারকমন্ডলীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ট্যাব ফরম্যাটে এশিয়ান সংসদীয় বিতর্ক (বাংলা) পদ্ধতিতে প্রতিযোগিতাটি চালিত হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কে স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন মাহতাব শাওন- সাবেক সহ সভাপতি, সিইউডিএস। সহযোগী বিচারক হিসেবে বিচারকার্য পরিচালনা করেন- শেফায়েত উল্লাহ মারুফ, সভাপতি FSET Debate Club- USTC, সহযোগী বিচারক হিসেবে বিচারকার্য পরিচালনা করেন শরিফুল কাদের রাকিব, সভাপতি- IIUC Debaters Community, অর্জন ত্রিপুরা- সাবেক ইভেন্ট এন্ড লজেস্টিক সেক্রেটারি, সিইউডিএস। বিচারক হিসেবে আরো দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল আস্আদ- সাবেক সভাপতি, সিইউডিএস এবং মোহাম্মদ মিনহাজুল ইসলাম- সাবেক সহ সভাপতি, সিইউডিএস।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতাই ছিলেন ‘এনএইচটি হোল্ডিং লিমিটেড’ ও ‘ডেলটা ইমিগ্রেশন’। মিডিয়া পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ‘দা ফিনান্সিয়াল এক্সপ্রেস’, দৈনিক পূর্বকোণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(চবিসাস), সিটিজি পোস্ট ও নিউজ নাউ২৪।
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামে ব্যবসা–বান্ধব ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। শনিবার মুরাদপুর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে বিজনেস ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ শামসুজ্জামান বলেন, “ব্যবসায়ীদের স্...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামে ব্যবসা–বান্ধব ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। শনিবার মুরাদপুর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে বিজনেস ফোরাম আয়োজিত এ...