চট্টগ্রামে ব্যবসা–বান্ধব ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।
শনিবার মুরাদপুর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে বিজনেস ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ শামসুজ্জামান বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। চট্টগ্রামকে চাঁদাবাজমুক্ত ব্যবসার স্বর্গভূমি হিসেবে গড়ে তুলতে জামায়াত সর্বদা কাজ করে যাবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুশফিকুল আজম। প্রধান আলোচক ছিলেন ড. মাওলানা মহিউদ্দীন মাদবর।
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক আজম খান, জনাব মামুনুর রশিদ, জনাব সারোয়ার উদ্দীন, মাওলানা মফিজুল হক, মুজিবুর রহমান চৌধুরী, আরিফ উদ্দীন আহমেদ, জানে আলম চৌধুরী, এমদাদ চৌধুরী, মুহাম্মদ ফারুক এবং নূর সেলিম উদ্দীন জাকারিয়া।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৮ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, "দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকার নির্বাচনের কথা বললেও লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, সংস্কার, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও অধরা। আমরা অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, "দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকার নির্বাচনের কথা বললেও লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, ...