চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণকাজ চলছে কোনপ্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও চীনা প্রতিষ্ঠান র্যাঙ্কিন। জিইসি থেকে ওয়াসা মোড় পর্যন্ত র্যাম্প নির্মাণ হলেও পুরো এলাকায় যথাযথ নিরাপত্তাবেষ্টনী দেখা যায়নি।
লালখানবাজার সংলগ্ন বাওয়া স্কুলের পাশে র্যাম্পে কয়েকজন শ্রমিক কাজ করছেন। উপরে কাজ চললেও নিচে কোনো নিরাপত্তা নেই। শুধুমাত্র বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) সামনের কিছু অংশে অস্থায়ী নিরাপত্তাবেষ্টনী দেয়া হয়েছে। বাকি অংশ সম্পূর্ণ খোলা থাকায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন ঝুঁকির মধ্যে রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত র্যাম্পে কাজ চলে। ওয়েল্ডিংয়ের সময় উপর থেকে আগুনের ফুলকি নিচে পড়ে। এছাড়া কোনো নির্মাণসামগ্রী নিচে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “এমন হওয়ার কথা না। সিডিএ সবসময় নিরাপত্তা নিশ্চিত করেই কাজ করে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। র্যাম্পের কাজে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৭ সালের ১১ জুলাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন দেয়। ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে নির্মাণ শুরু হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এবং সময় বাড়িয়ে সর্বশেষ ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা।
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশগামী জাহাজে অবৈ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘ...